ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মেট গালায় শাহরুখ-প্রিয়াঙ্কা, ‘ডন’ চরিত্র ফিরে এলো?

প্রকাশিত: ০০:৩৪, ৮ মে ২০২৫

মেট গালায় শাহরুখ-প্রিয়াঙ্কা, ‘ডন’ চরিত্র ফিরে এলো?

ছবি: সংগৃহীত

 ২০২৫ সালের মেট গালায় প্রথমবারের মতো হাজির হয়ে চমক দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আর একই আয়োজনে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার দুর্দান্ত উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনার ঝড়। দুই তারকার সাজসজ্জা দেখে অনেকেই মনে করছেন, যেন তারা ফিরিয়ে এনেছেন তাদের জনপ্রিয় সিনেমা ‘ডন’-এর চরিত্র ‘ডন’ ও ‘রোমা’-কে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হওয়া এই ফ্যাশন আয়োজনে শাহরুখ খান হাজির হন অল-ব্ল্যাক রাজকীয় পোশাকে, হাতে বাঘের প্রতিকৃতি খচিত একটি স্টাইলিশ ওয়াকিং স্টিক। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া পরেছিলেন পোলকা-ডট ডিজাইনের একটি ক্লাসিক গাউন, যার সঙ্গে ছিল একটি ডিট্যাচেবল ট্রেন ও কোট। তার পুরো সাজে ছিল পুরনো হলিউড গ্ল্যামারের ছাপ।

তারা একসঙ্গে ছবি না তুললেও তাদের আলাদা সাজে মিল খুঁজে পেয়েছেন অনুরাগীরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, “ডন ও রোমা আবার ফিরেছেন মিশনে!”—কেউ আবার লিখেছেন, “ডন আর তার জংলি বিল্লি এবার দখল নিয়েছেন মেট গালার লাল গালিচা!”

উল্লেখ্য, শাহরুখ খানের এটি ছিল প্রথম মেট গালা অংশগ্রহণ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার সন্তানদের উৎসাহেই তিনি এবার এই আয়োজনে অংশ নেন। অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া এবার নিয়ে পঞ্চমবার মেট গালায় অংশ নিলেন।

এই বছর মেট গালার থিম ছিল “Superfine: Tailoring Black Style”—যার সঙ্গে ভারতীয় তারকাদের উপস্থিতি এক ভিন্ন মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিলজিৎ দোসাঞ্জ, কিয়ারা আদভানি এবং ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা।

এসএফ

×