ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বাবা হাসপাতালে, এই সুযোগে ঘরে চোরের হানা: উধাও ৩০ ভরি সোনা ও ৫ লাখ টাকা

আফজাল হোসেন, কালিগঞ্জ, সাতক্ষীরা

প্রকাশিত: ২১:৫৭, ৭ মে ২০২৫; আপডেট: ২১:৫৮, ৭ মে ২০২৫

বাবা হাসপাতালে, এই সুযোগে ঘরে চোরের হানা: উধাও ৩০ ভরি সোনা ও ৫ লাখ টাকা

ছবি: জনকন্ঠ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে সংঘটিত হয়েছে এক ভয়াবহ চুরির ঘটনা। বাড়ির মালিক মাওলানা শাহাবাজ আলী শেখের হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা ঘরে হানা দেয়। তারা আলমারি ভেঙে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।


জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহাবাজ আলী। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এসময় বাড়িতে ছিলেন তাঁর ছেলে মেহেদী হাসান শিমুল ও পুত্রবধূ। রাত সাড়ে ১২টার দিকে তাঁরা পাশের কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন বুধবার (৭ মে) ভোর ৬টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলতেই তাঁরা দেখতে পান, আঙিনায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জামাকাপড়। বাবার কক্ষে গিয়ে দেখেন, আসবাবপত্র এলোমেলো, জামাকাপড় ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছড়ানো অবস্থায় পড়ে আছে। জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে গেছে।


ভুক্তভোগী পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত চুরির ঘটনা। তাঁরা ধারণা করছেন, চেতনানাশক প্রয়োগ করে বাড়ির সদস্যদের অচেতন করা হয়, এরপর প্রাচীর টপকে ঘরে ঢুকে জানালার গ্রিল কেটে নির্বিঘ্নে লুটপাট চালায় চোরচক্রটি।


খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসীর মাঝে এ ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

রবিউল

×