ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আপিল বিভাগে শিশির মনির

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়া হয়’

প্রকাশিত: ১২:২৩, ৬ মে ২০২৫

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়া হয়’

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব বিচার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আপিল বিভাগে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেয়া হয়েছে ‘সংক্ষিপ্ত রায়ের আলোকে’। মঙ্গলবার এটিএম আজাহারের আপিল শুনানির সময় বিচার নিয়ে এসব প্রশ্ন তোলেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, ‘সে সময় আমরা আদালতে এর বিরোধিতা করেছিলাম। কিন্তু সেটি শোনা হয়নি। আদালতে প্রয়াত সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তখন বলেছিলেন-আমার প্র্যাকটিস জীবনের ৫৩ বছরে এমনটি দেখিনি। তার কথাও কর্ণপাত করা হয়নি।’

শিশির মনির আদালতে আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধের বিচার করা হয়েছে ডমেস্টিক আইনে। সেখানে আন্তর্জাতিক আইন মানা হয়নি।’

উপমহাদেশে এমন নজির নেই উল্লেখ করে আইনজীবী শিশির মনির বলেন, ‘২০১৩ সালের ১২ ডিসেম্বর এটা করা হয়। কারণ ৫ জানুয়ারি নির্বাচন ছিলো দেশে। নির্বাচনের আগে ফাঁসি দিতে হবে তাই এটা করা হয়।’

তিনি আরও বলেন, ‘রিভিউ যখন খারিজ হয়, কেন খারিজ হলো সেটার কারণ লিখে ফাঁসি দিতে হতো। কিন্তু সংক্ষিপ্ত রায়ে লেখা ছিলো না কী কারণে রিভিউ খারিজ করা হলো। সংক্ষিপ্ত রায় সাধারণত আসামিকে কারাগার থেকে বের করার সময় করা হয়।’

নুসরাত

×