ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

এবার পাকিস্তানের পাশে দাঁড়ালো বড় শক্তিধর মুসলিম দেশ

প্রকাশিত: ১৯:৩২, ৫ মে ২০২৫; আপডেট: ১৯:৩৬, ৫ মে ২০২৫

এবার পাকিস্তানের পাশে দাঁড়ালো বড় শক্তিধর মুসলিম দেশ

ছবি: সংগৃহীত।

ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা তীব্র রূপ ধারণ করেছে। সীমান্তে দুই দেশের সেনারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সামরিক পর্যবেক্ষকরা। তবে বড় কোনো দেশের সরাসরি সমর্থন না থাকায় এখনো হামলার পথে যায়নি ভারত। এরই মধ্যে সম্ভাব্য আগ্রাসনের জবাব দিতে পাকিস্তানও সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার পাকিস্তান সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দক্ষিণ এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতেই এই সফর বলে জানায় ইসলামাবাদ।

ইসলামাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পশ্চিম এশিয়া) সৈয়দ আসাদ গিলানী, পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফরকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি আসিফ আলী জারদারী, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন।

সূত্র জানায়, আলোচনা হবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক কৌশল নিয়ে। পাশাপাশি ইসরায়েলের সম্ভাব্য হুমকি মোকাবিলার ক্ষেত্রেও পারস্পরিক অবস্থান শেয়ার করবেন দুই দেশের প্রতিনিধিরা।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও ইরানের এই সরাসরি কূটনৈতিক সক্রিয়তা, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষত, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা ঘনিয়ে আসছে।

নুসরাত

×