ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মৃত্যুঝুঁকি বাড়ছে ঢাকাবাসীর

প্রকাশিত: ১৫:৩২, ৬ মে ২০২৫

মৃত্যুঝুঁকি বাড়ছে ঢাকাবাসীর

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন ভবনে অগ্নিকাণ্ডের দায় কখনোই এড়াতে পারে না রাজউক—এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। একই অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান বলেন, ভবন নির্মাণ বিধিমালা অনুসরণ না করায় প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকির মধ্যে বসবাস করছেন ঢাকাবাসী।

সকালে রাজধানীর একটি হোটেলে রাজউক আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন গৃহায়ন সচিব ও রাজউক চেয়ারম্যান।

গৃহায়ন সচিব বলেন, “কয়েক মাস আগেও একটি অগ্নিকাণ্ডে অনেক মানুষ দগ্ধ হয়ে মারা গেছেন। এর দায় কে নেবে? রাজউক ও আমাদের গৃহায়ন মন্ত্রণালয়—আমরা কেউই এই দায় এড়াতে পারি না। আমাদের আরও সচেতন হতে হবে এবং দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।”

তিনি আরও বলেন, আইন না মানার প্রবণতা ও রাজনৈতিক প্রভাবের কারণে রাজউক কর্মকর্তারা অনেক সময় অসহায়। নিরাপদ রাজধানী গড়তে হলে আইন মানতেই হবে।

অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান জানান, ইতোমধ্যে ৩,৩৮২টি ভবন চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে। ভবন নির্মাণ সহজ ও কার্যকর করতে নির্মাণ-সম্পর্কিত সব সেবা এক ছাতার নিচে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=l7R2FlR8rQc

আবীর

×