ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

তাসকিনের চোট সারবে কত দিনে, জানালেন বিসিবির চিকিৎসক

প্রকাশিত: ১৯:২৬, ৬ মে ২০২৫

তাসকিনের চোট সারবে কত দিনে, জানালেন বিসিবির চিকিৎসক

ছবি: সংগৃহীত

গোড়ালির চোটে আক্রান্ত হয়ে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। চলতি মে মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। তবে সুখবর হলো, এক মাসের পুনর্বাসন প্রক্রিয়ার পর ফেরার সম্ভাবনা রয়েছে এই গতিতারকার।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, চোট নিরাময়ের লক্ষ্যে তাসকিন সম্প্রতি ইংল্যান্ডে গিয়ে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন—একজন স্পোর্টস সার্জন, একজন স্পোর্টস সাইকোথেরাপিস্ট এবং একজন গোড়ালি বিশেষজ্ঞ। সম্মিলিতভাবে তারা একটি বিস্তারিত চিকিৎসা প্রতিবেদন দিয়েছেন, যার ওপর ভিত্তি করে তাসকিনের জন্য এক মাসের রিহ্যাব বা পুনর্বাসন পরিকল্পনা তৈরি করা হয়েছে।

চিকিৎসক দেবাশিস আরও জানান, গেল বছরের অক্টোবর থেকেই তাসকিন গোড়ালির ব্যথায় ভুগছিলেন। কিন্তু তাৎক্ষণিক চিকিৎসা না নিয়ে খেলা চালিয়ে যান তিনি। চোট বেড়ে যাওয়ার কারণে তাকে ঢাকা প্রিমিয়ার লিগের মাঝপথে দেশ ছাড়তে হয় এবং ইংল্যান্ডে বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে হয়।

সবকিছু পরিকল্পনামাফিক চললে জুনের প্রথম সপ্তাহেই পুনর্বাসন শেষ হবে তাসকিনের। ফলে জুনের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরতে পারেন এই ৩০ বছর বয়সি পেসার।

এসএফ 

×