ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

১৯ বছর পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দশে অবনমন বাংলাদেশের

প্রিয় ফরম্যাটে এমন অধঃপতন!

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫২, ৭ মে ২০২৫

প্রিয় ফরম্যাটে এমন অধঃপতন!

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে কিশোরগঞ্জ জেলার ক্রিকেটার ও কর্মকর্তারা।

এশিয়া কাপের ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালÑ বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয় যত অর্জন তার পুরোটাই ওয়ানডে ফরম্যাটে। একটা সময় তো ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে টপকে র‌্যাঙ্কিংয়ের ছয়ে উঠে গিয়েছিল টাইগাররা। বিশ্বের যে কোনো দল বাংলাদেশকে সমীহ করত, অনেক দল আতঙ্কে থাকত, সেখানে এমন পরিণতি মেনে নেওয়া কঠিন।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রকাশিত সর্বশেষ দলীয় র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। সর্বশেষ ২০০৬ সালে ওয়ানডে র?্যাঙ্কিংয়ে দশে ছিল বাংলাদেশ। সে বছরের ১৬ অক্টোবর প্রথমবার আইসিসি ওয়ানডে র?্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উঠেছিল বাংলাদেশ। ১৯ বছর পর বাংলাদেশ আবার ফিরল পুরানো অবস্থানে! বাংলাদেশকে পেছনে ফেলে ৯Ñএ উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। শীর্ষে ভারত, দুইয়ে নিউজিল্যান্ড, তিনে অস্ট্রেলিয়া। 
বার্ষিক হালনাগাদ র?্যাঙ্কিংয়ে ২০২৪ সালের মে মাস থেকে এখন পর্যন্ত হওয়া সব ম্যাচের ফলের গুরুত্ব ১০০ ভাগ ধরা হয়েছে। এর আগের দুই বছরের ম্যাচগুলোর ফলের গুরুত্ব কমে হয়েছে শতকরা ৫০ ভাগ। যার অর্থ সাম্প্রতিক যারা ভালো করেছে, তাদের পয়েন্ট বেশি বেড়েছে। আর যারা খারাপ করেছে, তারা বেশি পয়েন্ট হারিয়েছে। বাংলাদেশ ওয়ানডে র?্যাঙ্কিং পড়ে গেছে সাম্প্রতিক বাজে ফলের কারণেই।

গত এক বছরে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স যাচ্ছেতাই। এই সময়ে ৫০ ওভারের সংস্করণে আট ম্যাচ খেলে কেবল একটি জিততে পেরেছে তারা। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে তারা। এর আগে নভেম্বরে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হারে তিন ম্যাচের সিরিজ। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হয় হোয়াইটওয়াশড। ওয়ানডেতে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।

৭৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে তারা। আর গত এক বছরে ৯ ওয়ানডে খেলে ৬টিতে জেতা ওয়েস্ট ইন্ডিজের বেড়েছে ৫ রেটিং পয়েন্ট। ৮৩ পয়েন্ট নিয়ে তারা এখন নবম স্থানে। বাংলাদেশে নিজেদের ওয়ানডে ইতিহাসে দুইবার সর্বোচ্চ ছয় নম্বরে উঠেছিল, ২০১৭ ও ২০২২ সালে।
২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর আগে বাংলাদেশ ছিল ওয়ানডেতে ১১ নম্বর দল। সে সময় কেনিয়াও ওপরে ছিল বাংলাদেশের। ২০০৫ সালের আগস্টে প্রথমবার কেনিয়াকে টপকে ১০ নম্বরে ওঠে বাংলাদেশ। ২০০৬ সালের অক্টোবরে জিম্বাবুয়েকেও টপকে নয়ে ওঠে বাংলাদেশ। সেই বাংলাদেশ ২০১৫ সালে বিশ্বকাপে ভালোর করার পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে উঠে আসে ওয়ানডে র?্যাঙ্কিংয়ের সাতে।

দুই বছর পর ২০১৭ সালে মে মাসে বাংলাদেশ ওঠে ৬ নম্বরে। ওয়ানডে র?্যাঙ্কিংয়ে যা বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকার মাটিতে হারানোর পর আবারও ছয়ে উঠেছিল বাংলাদেশ। এরপর সময়ের সঙ্গে শুধু অবনমনই হয়েছে।

×