
ছবি: সংগৃহীত
ভারতের মধ্যরাতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী দুটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম পিটিভি নিউজ। ভারতের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাঘ এবং মুজাফফরাবাদ এলাকায় চালানো হামলার পাল্টা জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
পাকিস্তানের তথ্য মন্ত্রী আতাউল্লাহ তারার ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই নিউজকে জানান, ‘আমরা দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছি এবং এখন এই মুহূর্তে আমরা ভারতের আগ্রাসনের জবাব দিচ্ছি।’
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারতের ‘কাপুরুষোচিত’ হামলায় পাকিস্তানে ৩ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। মধ্যরাতের ওই হামলায় কিছু মসজিদেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে অভিযোগ ওঠে।
রাষ্ট্রায়ত্ত টিভি পিটিভি-র খবরে বলা হয়, পাকিস্তান বিমান বাহিনী সফলভাবে দুটি শত্রু বিমান গুলি করে নামিয়েছে এবং সব পাকিস্তানি জেট নিরাপদে ফিরেছে। পিটিভির পক্ষ থেকে আরও জানানো হয়, ভারতের এক ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে পাল্টা হামলায়, যদিও নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
এছাড়া, লাইন অব কন্ট্রোলের দুধনিয়াল সেক্টরে ভারতীয় একটি চেকপোস্ট ধ্বংস করার দাবি করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, ‘শত্রুর আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে পাকিস্তান সশস্ত্র বাহিনী।’
এই উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তান সরকার সকাল ১০টায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াতেও প্রতিধ্বনি তুলেছে এই সংঘাত। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পদক্ষেপকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।
সূত্র: দ্য ডন
রাকিব