ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভারতের তিনটি যুদ্ধবিমান ও একটি ড্রোন বিধ্বস্ত করার দাবি পাকিস্তানের

প্রকাশিত: ০৬:০৪, ৭ মে ২০২৫; আপডেট: ০৬:০৫, ৭ মে ২০২৫

ভারতের তিনটি যুদ্ধবিমান ও একটি ড্রোন বিধ্বস্ত করার দাবি পাকিস্তানের

ছবি: সংগৃহীত

পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের আরও তিনটি যুদ্ধবিমান ও একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের নিরাপত্তা ও সরকারি সূত্র।

একজন জ্যেষ্ঠ পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ‘তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভারতের ভেতরেই বিভিন্ন স্থানে ভূপাতিত করা হয়েছে।’ পাশাপাশি, একটি ভারতীয় ড্রোনও গুলি করে নামানো হয়েছে বলে জানান তিনি।

এছাড়া, অন্য একজন পাকিস্তানি সরকারি কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন, তিনটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে এখনো পর্যন্ত সিএনএন এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এ বিষয়ে ভারত সরকারের প্রতিক্রিয়ার জন্য তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

 

সূত্র: সিএনএন

রাকিব

×