ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

জুলাই যোদ্ধা নাহিয়ানের পাশে ড. শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব সংবাদদাতা, বাউফল,পটুয়াখালী

প্রকাশিত: ১৯:০৩, ৭ মে ২০২৫

জুলাই যোদ্ধা নাহিয়ানের পাশে ড. শফিকুল ইসলাম মাসুদ

ছবি: সংগৃহীত

বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের নিরব হোসেনের একমাত্র ছেলে তাহসিন হোসেন নাহিয়ান (১৫) বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। 

উন্নত চিকিৎসার অভাবে কোমর থেকে শরীরের নিচের অংশ প্যারালাইস্ট হয়ে গেছে তার।

জুলাই যোদ্ধা নাহিয়ানের বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে নাহিয়ানের বাবা নিরব হোসেন বলেন, তাহসিন হোসেন নাহিয়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

সে মোহাম্মাদপুর গভর্নমেন্ট হাইস্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। গত বছরের ৪ আগস্ট সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মেরুদন্ড গুলিবিদ্ধ হন। 

ওই দিন ঢাকা মেডিকেলে অপারেশন করে গুলি বের করা হলেও তার কোমর থেকে শরীরের নিম্নাংশ প্যারালাইস্ট হয়ে যায়।

তিনি আরো বলেন, স্পাইনাল কর্ডে আঘাত লাগায় তার শরীরের নিচের অংশে কোনো অনুভূতি নেই। পায়খানা প্রস্রাব করার অনুভূতিও তার নেই। ৪ আগস্ট থেকে ২১ আগস্ট ১৭ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপরে সাভারের সিআরপি হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন। সেখানে আশানুরূপ উন্নতি না হওয়ায় এখন সরকারিভাবে থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছেন।

নাহিয়ানের বাবা বলেন, এখন পর্যন্ত আমার ছেলে হাঁটাচলা, পা নাড়াচাড়া ও নিজ ইচ্ছায় পায়খানা প্রসাবও করতে পারছে না। তাই ডাক্তারের মতে তার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন। এমন বাস্তবতায় বর্তমান সরকার আমার মতো গরীব মানুষের একমাত্র ছেলেকে রাষ্ট্রীয় খরচে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে। এখন আমি আমার ছেলের সুস্থতা চাই। তবে দেশের চাইতে এখানে বেটার চিকিৎসা হচ্ছে। উন্নতি হচ্ছে নাহিয়ানের। 

নিরব হোসেন আরো বলেন, বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বাউফলের গণমানুষের নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ সাহেবের প্রতিও আমরা চিরকৃতজ্ঞতা। কেননা তিনি দফায় দফায় আমার এই বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন। বারবার ছুটে গেছেন হাসপাতালে। করেছেন আর্থিক সহায়তা। তার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তিনি অত্যন্ত মানবিক একজন মানুষ।

এ বিষয়ে বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই যোদ্ধা নাহিয়ানের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। একইসাথে পূর্ণ সুস্থতা পর্যন্ত চিকিৎসাসেবা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। নাহিয়ানের পাশে আমরা সবাই সাধ্যমতো থাকবো ইনশাআল্লাহ।
 

কামরুজ্জামান বাচ্চু/ফারুক

×