
ছবিঃ সংগৃহীত
সয়াবিন ব্যবসায়ী রহিম মাঝির কাছ থেকে ৩ লাখ ৬৩ হাজার ৭০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি জেলার হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের মান্দ্রা তরকুশুরিয়া গ্রামের।
বুধবার (৭ মে) দিবাগত রাতে হিজলা থানার সদ্য যোগদানকৃত ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী রহিম মাঝি অভিযোগ করে বলেন, ৭ মে সকালে আমি সয়াবিন ক্রয়ের উদ্দেশ্যে পার্শ্ববর্তী ইউসুফ হাওলাদারের বাড়িতে যাচ্ছিলাম। পথিমধ্যে স্থানীয় মনির পাটোয়ারীর বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় একই গ্রামের আনোয়ার পাটোয়ারী, শরীফ পাটোয়ারীসহ তাদের অন্যান্য সহযোগিরা আমাকে মারধর করে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে আনোয়ার পাটোয়ারীর সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করলেও অকপটে মারধরের কথা স্বীকার করে বলেন, এটা আমার এলাকা, এখানে সয়াবিন ক্রয় করতে হলে মনপ্রতি ৫০ টাকা করে আমাকে দিতে হবে, নতুবা সয়াবিন ক্রয় করতে দেয়া হবে না।
ইমরান