
ছবি : সংগৃহীত
পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। পাকিস্তানের দেওয়া তদন্তের প্রস্তাবকে "গুরুত্বপূর্ণ" বলে অভিহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলায় বেসামরিক প্রাণহানি ঘটায় তুরস্ক গভীরভাবে উদ্বিগ্ন।
এরদোয়ান জানান, পেহেলগামে সংঘটিত এই হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আঙ্কারা বরাবরই চাইছে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তিপূর্ণ সংলাপ শুরু হোক। এই উদ্দেশ্যে তুরস্ক সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
তুর্কি প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের পক্ষ থেকে পেহেলগাম হামলার বিষয়ে আন্তর্জাতিক তদন্তের যে প্রস্তাব এসেছে, তা গুরুত্বের সঙ্গে দেখা উচিত এবং অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতিশীল ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
আঁখি