
ছবিঃ সংগৃহীত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে কয়েক হাজার ছাত্র-জনতা আজ শুক্রবার বিকেল ৫টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন।
এসময় তাদের সঙ্গে হাসনাত ছাড়াও এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম, নাসিরুদ্দীন পাটোয়ারী, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু ছিলেন।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে ছাত্র-জনতা শাহবাগ মোড়ে জড়ো হন। অন্যান্য দিক থেকেও লোকজন শাহবাগ আসতে থাকেন।
শাহবাগ মোড়ে জড়ো হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
রিফাত