ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মোদির কর্মচারীর মতো দেশ পরিচালনা করেছেন হাসিনা: হাসনাত

প্রকাশিত: ১৮:৪০, ৯ মে ২০২৫

মোদির কর্মচারীর মতো দেশ পরিচালনা করেছেন হাসিনা: হাসনাত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে ‘ভাইরাস’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, “এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশে আমি একদিনও থাকতে চাই না। শেখ হাসিনা মূলত মোদির বেতনভুক্ত কর্মচারী হিসেবে দেশটা পরিচালনা করেছেন। ১০০ জন ফেরাউন, ১০০ জন নমরুদকেও যদি একত্র করা হয়, তাহলে এক শেখ হাসিনার সমতুল্য হবে না।”

শনিবার রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি আরও বলেন, “আমরা ঘোষণা দিচ্ছি—আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়বো না। এখান থেকে এখনই আমরা শাহবাগ অভিমুখে যাত্রা করবো।”

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনাকে আলোচনা করতে হবে মুগ্ধর ভাইয়ের সঙ্গে, স্নিগ্ধর মায়ের সঙ্গে, ওয়াসিমের ভাইয়ের সঙ্গে, আবু সাঈদের বাবার সঙ্গে, এবং ইলিয়াস আলীর স্ত্রীর সঙ্গে, যাকে রাজনৈতিক কারণে গুম করা হয়েছে।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। ১৯৭৪ সালে তারা বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল। সেসময় জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাটের কারণে তখন ১৫ লাখ মানুষ না খেতে পেয়ে মারা যায়।”

হাসনাত আবদুল্লাহ বলেন, “ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=kyqjKpWveLQ

এএইচএ

×