ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

কামরুল আহসান সোহাগ, ইন্দুরকানী, পিরোজপুর ॥

প্রকাশিত: ১৮:৪৮, ৯ মে ২০২৫

বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানীতে পৃথক দুটি বিস্ফোরণ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল আহসান (৫৫) ও যুবলীগ নেতা মো. রাসেল হাওলাদার (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) রাতে ইন্দুরকানী থানা পুলিশের বিশেষ অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত কামরুল আহসান উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আব্দুল বারেক শিকদারের ছেলে এবং রাসেল হাওলাদার একই গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, "‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আলাদা দুটি বিস্ফোরণ মামলার এজাহারনামীয় আসামি ছিলেন।"

নুসরাত

×