
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি বাংলাদেশের বিগত রাজনৈতিক পরিস্থিতি ও ভোট কারচুপির বিষয়টিতে কথা বলেন চরমোনাই পীর সাহেব খ্যাত সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের শাসনামলে ঘটে যাওয়া বিভিন্ন অনিয়ম ও অপ্রীতিকর ঘটনা নিয়ে কথা বলেন তার এ বক্তব্যে।
রেজাউল করিম বলেন, ‘ভোট হয় দিনে কিন্তু এদের পরিচালনায় আমরা দেখেছি বাক্স ভরে যায় রাতে। এদেশে এদের পরিচালনায় আমরা কী পেলাম? এ দেশ ছিল ভারতের, ওখানে প্রেসক্রিপশন, এখানে বাস্তবায়ন।
তিনি আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে বলেন, একবার আওয়ামী লীগের মহাসচিব ওবায়দুল কাদের সাহেভ বলেছিলেন, দিল্লী আছে তো আমরা আছি। তখন তাকে প্রশ্ন করেছিলাম, তাহলে বাংলাদেশ স্বাধীন, এটা কি আপনি মানেন না? এটা পরিষ্কার না করলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’
তিনি জনসাধারণের উদ্দেশ্যে আরও বলেন, ‘এখন আমাদের একটা সুযোগ এসেছে। এটাকে কাজে লাগাতে না পারলে আজীবন মাথায় হাত দিয়ে কাঁদতে হবে। মনে রাখবেন, আল্লাহ সেই জাতিকেই সাহায্য করে, যে জাতি নিজেরা নিজেদের সাহায্য করে।’
উল্লেখ্য রেজাউল করিম ছাত্রজীবন থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি এর কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ইসলামি আন্দোলনে সক্রিয়তার কারণে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি গ্রেফতার হয়েছিলেন।
সূত্রঃ https://www.facebook.com/share/v/1FsfZ6vuHk/
আরশি