
ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানে নিহত এক শহীদের বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তি শুক্রবার এক প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে যারা আমাদের ভাই-বোন, নিরপরাধ শিশু, ছাত্র-জনতাকে হত্যা করেছে—আমরা জনসম্মুখে তাদের ফাঁসি চাই।”
তিনি প্রশ্ন তুলেছেন, “বিগত ফ্যাসিস্ট সরকার পতনের পরও কেন এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না? কেন তারা আজও রাস্তায় নেমে মিছিল করার সাহস পায়?”
ইন্টেরিম সরকারের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যারা গণহত্যার বিচার না করে ঘাতকদের কার্যত রক্ষা করছেন, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।
বিগত স্বৈরাচার শেখ হাসিনাকে দায়ী করে শ্রাবন্তি আরও বলেন, "হাসিনা ও তাদের দল যেভাবে ছাত্র-জনতাকে প্রকাশ্যে হত্যা করেছে, সেই খুনী দলের সবাইকে যেন জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়।"
আসিফ