
ছবিঃ প্রতিবেদক
আগামী দিনের বাংলাদেশে চাঁদাবাজ মূক্ত, দুর্নীতিমূক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চায় বাংলাদেশ জামায়াতে ইসলাম। আজ দাউদকান্দি পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মতিন এ কথা বলেন৷
তিনি আরো বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলাম সুন্নাহর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাজ মূক্ত, দূর্নীতি মূক্ত, ন্যায় ও ইনসাফপূর্ণ। সমাজ প্রতিষ্ঠাতার আন্দোলনকে বেগবান এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য দাউদকান্দি পৌরবাসীকে আহ্বান করছি আপনারা এগিয়ে আসুন৷ ইনশাল্লাহ এ দেশের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে৷’
শুক্রবার ( ৯ মে) বিকালে শহীদ রিফাত শিশু পার্কে এক সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে আবু তাহের নয়নের সঞ্চালনায় ও পৌর যুব বিভাগের সভাপতি রেজাউল হক সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন— কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন— দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামী আমীর মনিরুজ্জামান বাহলুল, যুব বিভাগের কুমিল্লা উত্তর জেলা সভাপতি মো. সাইফুল আলম, পৌরসভা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবুল কাশেম প্রধানিয়া, পৌর জামায়াতে ইসলামী সেক্রেটারি শাহজাহান তালুকদার, সহ-সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক।
আলোচনা সভা শেষে সন্ধ্যার পর এক মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এতে সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক ইসলামি শিল্পীরা ইসলামি গান পরিবেশেন করেন, এবিএম নোমান, গীতিকার ও সুরকার দিদারুল ইসলাম।
এছাড়াও দ্যা পিস আর্টের অভিনেতারা সমসাময়িক বিষয়ভিত্তিক কৌতুক অভিনয় ও নাটিকা পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠানটি মাতিয়ে তুলেন।
এতে আগত দর্শক শ্রোতাগণ ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
আরশি