ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হলেও ইসরায়েলকে ছাড়বে না আনসারুল্লাহ

প্রকাশিত: ১৫:২৯, ৯ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হলেও ইসরায়েলকে ছাড়বে না আনসারুল্লাহ

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইয়েমেনে তাদের বিমান হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে। ওমানের মধ্যস্থতায় হুথি বিদ্রোহীদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর পর এই ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতার শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি ইয়েমেনের ওপর হামলা বন্ধ রাখে, তবে হুথিরাও লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর আক্রমণ বন্ধ রাখবে বলে জানিয়েছে।

তবে এ সমঝোতায় সায় দেয়নি ইয়েমেনের আরেক বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা যতটা লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে, ততটাই সীমাবদ্ধ। গাজার যুদ্ধ পরিস্থিতিতে তাদের অবস্থান কোনোভাবেই পরিবর্তন হবে না বলে জানিয়েছে গোষ্ঠীটি।

আনসারুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতা কেবলমাত্র ইয়েমেনের ওপর মার্কিন বিমান হামলা বন্ধ এবং লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা বন্ধ রাখার ব্যাপারে। গাজার প্রতি আমাদের সমর্থন অটল থাকবে।”

তিনি আরও জানান, এই সমঝোতা ওমানের মধ্যস্থতায় হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতিও সেটিরই প্রতিফলন। তবে যুক্তরাষ্ট্র যদি আবার হামলা শুরু করে, তাহলে আনসারুল্লাহও পাল্টা আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ইসরাইলের মিত্রদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে আনসারুল্লাহ। ইসরাইলগামী জাহাজ, ইসরাইলি ভূখণ্ড এবং সেনাঘাঁটি লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এর জবাবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইসরাইল একত্রে হুথি ও আনসারুল্লাহর অবস্থানে এক হাজারেরও বেশি বিমান হামলা চালিয়েছে।

সম্প্রতি ইয়েমেন থেকে হুথিদের ছোড়া একটি অত্যাধুনিক মিসাইল ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে। ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটি প্রতিহত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। এর প্রতিক্রিয়ায় ইসরাইল ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কিছু বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালায়।

বর্তমানে হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সমঝোতা হয়েছে, তা কতদিন কার্যকর থাকবে এবং এই অঞ্চলের উত্তেজনা কতটা প্রশমিত হবে—তা সময়ই বলে দেবে।

তথ্যসূত্রঃ https://youtu.be/YC84LnNifik?si=rxaI2fANf4E92FYG

মারিয়া

×