
ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, “পলাতক স্বৈরাচার সরকারের সময়ের একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছেন। যেভাবে চলে গিয়েছেন, সেটি যদি আমরা মিলিয়ে দেখি, তাহলে দেখা যায় যে ৫ই আগস্ট যিনি পালিয়েছিলেন, এই ব্যক্তিও অনেকটা সেভাবেই দেশ ত্যাগ করেছেন।”
তারেক রহমান আরও বলেন, “এখন বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার নাকি সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ সম্পর্কে কিছুই জানে না। ঘটনাটি গতকাল ঘটেছে এবং আজ সকাল পর্যন্ত যেসব মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, প্রত্যেকের মনে একই প্রশ্ন — তাহলে এই সরকার জানে আসলে কী?”
তিনি অভিযোগ করেন, “সংস্কারের নামে সময়ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার একদিকে যেমন পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টাও চালাচ্ছে। একইসঙ্গে পলাতক স্বৈরাচারদের সহযোগীদের পুনর্বাসনের ক্ষেত্রও তৈরি করছে তারা।”
তারেক রহমানের মতে, এসব ঘটনা ঘিরে জনগণের মনে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=xqY6ZjgLsIU
এএইচএ