
ছবিঃ প্রতিবেদক
বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) এর সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী সমমনা জোটের কেন্দ্রীয় নেতা কমরেড ডা. সৈয়দ নূরুল ইসলাম বলেছেন, দেশের মানুষ আজ বড় কঠিন সময় পার করছে। মানুষের চাওয়া ও মনের ভাষা না বুঝলে সে সরকার জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। তাই আগামীর সরকার হবে মেহনতী মানুষের।
শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬ টায় উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর বাজারে আয়োজিত দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেটা অবশ্যই অরাজনৈতিক। সময়ের প্রয়োজনে সেদিন সব দলের ঐক্যমতের ভিত্তিতে এ সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছে। তারা আজ রাজনৈতিক দলগুলোর কোনো মতামত না নিয়েই দেশের সার্বভৌমত্বকে হমকির মুখে ফেলতে করিডর অনুমোদন দেয়ার পাতয়ারা করছে। এটা মেনে নেয়া যায় না।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য সরাইফুল ইসলাম মাহফুজ, কেন্দ্রীয় সদস্য ডা. সিদ্দিকুর রহমান মোল্লা। দলের ইউনিয়ন সম্পাদক মো. বাদল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবাসী শেখ মাইনুদ্দিন।
কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহআলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সদস্য নূর উদ্দিন ঢালী, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, কামরুল হাসান, নকুল চন্দ্র মন্ডল প্রমুখ।
আরশি