
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার পর এবার প্রথম কোনো জেলা শহরে অবরোধ কর্মসূচি পালন করলো জুলাই যোদ্ধারা। আজ (৯ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহীপাল ফ্লাইওভারের নিচে তারা এই অবরোধ কর্মসূচি পালন করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল থেকে বেশ কিছু ছাত্র জনতা মহীপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা দাবি জানায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অবরোধের কারণে ফ্লাইওভারের নিচ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ফ্লাইওভারের উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল।
অবরোধকারীরা ফেনীর স্থানীয় প্রশাসনের কাছে দাবি তোলে, তারা যেন তাদের প্রতিবাদের বার্তা সরকারের কাছে পৌঁছে দিতে পারে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ বিষয়ে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আসিফ