
.
দেশের সিনেমা এখন ঈদ কেন্দ্রিক হয়ে পড়েছে। বেশ কয়েক বছর দেখা যাচ্ছে সারাবছর কোনো রকমে দুই একটি সিনেমা মুক্তি পেলেও ঈদের সময় সিনেমা মুক্তির হিড়িক পড়ে যায়। ঈদুল ফিতরের সিনেমা এখনো প্রেক্ষাগৃহে চলমান। এরইমধ্যে শুরু হয়েছে ঈদুল আজহার সিনেমার প্রস্তুতি। আসছে ঈদে মুক্তির মিছিলে ৭টি বাংলাদেশী সিনেমা।
‘তাণ্ডব’
শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। ‘তুফান’ সিনেমার পর আবারও শাকিবকে নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক রায়হান রাফী। এবার শাকিবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। আর এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সাবিলার। ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে দুই বাংলায় বহুল সমাদৃত অভিনেত্রী জয়া আহসানকেও। চলচ্চিত্রটির মূল গল্প লিখেছেন রায়হান রাফী নিজেই। চিত্রনাট্যে রাফীর সঙ্গে যৌথভাবে কাজ করেছেন আদনান আদিব খান।
‘পিনিক’
এবারের কোরবানির ঈদে চূড়ান্ত মুক্তির কথা চলছে জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ সিনেমার। এতে শবনম বুবলীকে প্রথমবারের মতো খলনায়িকার ভূমিকায় দেখা যাবে। সিনেমায় তার প্রধান সহশিল্পী হিসেবে রয়েছেন আদর আজাদ। চিত্রনাট্যে রয়েছেন আখিউজ্জামান মেনন। ইউরো বাংলা এন্টারটেইনমেন্টের সঙ্গে সিনেমার সহ-প্রযোজনা করেছেন অভিনেতা শিমুল খান।
‘ইনসাফ’
অ্যাকশন ও থ্রিলার গল্প কেন্দ্রিক ‘ইনসাফ’ সিনেমার নির্দেশনা দিয়েছেন সঞ্জয় সমাদ্দার। এতে নায়িকা ছোট পর্দার দর্শকনন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘ইনসাফ’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো তিনি ফর্মুলা ছবির নায়িকার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। এখানে তার বিপরীতে রয়েছেন শরিফুল রাজ। আর খলনায়কের ভূমিকায় দেখা যাবে শক্তিমান অভিনেতা মোশাররফ করিমকে।
‘টগর’
আলোক হাসানের পরিচালনায় ‘টগর’ শিরোনামের এই সিনেমাটি অ্যাকশন ও থ্রিলার ঘরানার। এতে দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হচ্ছেন পূজা চেরী ও আদর আজাদ। কাহিনী, চিত্রনাট্য এবং প্রযোজনায় রয়েছে এ আর মুভি নেটওয়ার্ক। সংলাপ লেখনীতে ছিলেন মামুনুর রশিদ তানিম।
‘নীলচক্র’
আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমা রয়েছে মুক্তির মিছিলে। মিঠু খান পরিচালিত চলচ্চিত্রটির ইতোপূর্বে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে। এনায়েত এ মিলন প্রযোজিত এই সিনেমায় শুভর নায়িকা মন্দিরা চক্রবর্তী। এটি মন্দিরার অভিনীত দ্বিতীয় ছবি।
‘উৎসব’
‘কাইজার’ ওয়েবসিরিজ-খ্যাত পরিচালক তানিম নূরের নতুন চলচ্চিত্র ‘উৎসব’। এতে স্ক্রুজের ভূমিকায় অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা জাহিদ হাসান। এখনো ছবিটি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি ‘উৎসব’ টিম।
‘এশা মার্ডার : কর্মফল’
আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার : কর্মফল’ মুক্তির মিছিলে। নির্মাণ করেছেন সানী সানোয়ার। এখানে পুলিশ অফিসার চরিত্রে রয়েছেন বাঁধন, যেখানে একই জেলায় সংঘটিত তিনটি মেয়ের খুনের তদন্তের দায়িত্ব অর্পণ করা হয় তাকে। পরিচালনার পাশাপাশি মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমাটির গল্পও লিখেছেন সানি সানোয়ার। চিত্রনাট্যে তার সঙ্গে যৌথভাবে অবদান রেখেছেন হাসানাত বিন মতিন। সংলাপ রচনার দায়িত্বে আছেন শাহজাহান সৌরভ।
প্যানেল