ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

অপহরণের ২২ দিন পরও মেলেনি যুবকের সন্ধান

সংবাদদাতা বেলাব, নরসিংদী

প্রকাশিত: ২১:০৮, ৯ মে ২০২৫

অপহরণের ২২ দিন পরও মেলেনি যুবকের সন্ধান

ছবি: জনকণ্ঠ

পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে অপহরণ হন নরসিংদীর বেলাব উপজেলার যুবক ইসমাইল হোসেন। ২২ দিন পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি। 

গত ১৯ এপ্রিল শনিবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখীল এলাকায় সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত রবি কোম্পানির টাওয়ার মেরামত করতে যান টেকনিশিয়ান ইসমাঈল হোসেন (৩০) পরে সেখান থেকে তাকে অপহরণ করা হয়। 

ইসমাইল হোসেন নরসিংদীর বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের ভাগবের এলাকার নুরুল ইসলামের ছেলে।


পরিবার সূত্রে জানা যায়, তিনি ৫ বছর যাবত সার্ভস্ কমিউনিকেশন নামক একটি প্রতিষ্ঠানে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তিনি সার্ভস্ কমিউনিকেশন কোম্পানির মাধ্যমে খাগড়াছড়ি অঞ্চলে দীর্ঘদিন যাবত রবি কোম্পানির টাওয়ার রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব পালন করে আসছিলেন। মানিকছড়িতে রবি কোম্পানির একটি টাওয়ারে আক্রমণ চালায় সন্ত্রাসীরা। পরে টাওয়ার মেরামতে গেলে অপহৃত হয় ইসমাইল হোসেন। অপহরণের ২২ দিন পরও তার কোনো সন্ধান না পেয়ে দিশেহারা তার পরিবার।


এই ঘটনায় খাগড়াছড়ির মানিকছড়ি থানায় সাধারণ ডাইরি করে সার্ভস্ কমিউনিকেশন কর্তৃপক্ষ। 

এছাড়াও গত ২৬ এপ্রিল নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণি। পরে তার সামনে ছেলের খোঁজ চেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে নিখোঁজ ইসমাইলের স্বজনরা। এসময় দ্রুতই তাকে খুঁজে বের করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন সিনিয়র সচিব নাসিমুল গণি।

অপহৃত ইসমাইল হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, নিখোঁজের পর থেকে শোকে কাতর তার পরিবার। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন ইসমাইলের বাবা-মা সহ স্বজনরা । 

নিখোঁজ ইসমাইল হোসেনের পিতা নুরুল ইসলাম বলেন, ২২ দিন যাবত আমার ছেলে নিখোঁজ আমরা ছেলের সন্ধানের জন্য পাগল প্রায় হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি। অপহরণকারীরা আমাদের কে ফোন করে জানিয়েছে আমার ছেলে ভালো এবং সুস্থ আছে তাকে ফিরিয়ে আনতে কোম্পানির সাথে যোগাযোগ করতে বলেছে।

রবিউল

×