ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যেই শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

প্রকাশিত: ১৫:১৬, ৯ মে ২০২৫

ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যেই শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

চারজন কমান্ডো এবং দুইজন বিমানবাহিনীর সদস্যসহ শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।এতে মোট  ছয়জন সেনাসদস্য নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। 

শুক্রবার (৯ মে) বেল ২১২ মডেলের একটি হেলিকপ্টার মাদুরু ওয়া এলাকায় একটি প্রদর্শনী ফ্লাইটে অংশ নিচ্ছিল। ফ্লাইটটি ‘ফাস্ট-রোপিং’ নামে পরিচিত সামরিক কৌশল প্রদর্শনের প্রস্তুতির সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি হ্রদে আছড়ে পড়ে। হেলিকপ্টারটিতে মোট ১২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় ছয়জন মারা গেলেও বাকিরা সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান।

সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানান, নিহতদের মধ্যে চারজন ছিলেন বিশেষ বাহিনীর কমান্ডো এবং দুইজন ছিলেন বিমানবাহিনীর গানার। তারা একটি সামরিক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ফ্লাইটটি পরিচালনা করছিলেন। অনুষ্ঠানে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নামার কৌশল দেখানোর পরিকল্পনা ছিল।

দুর্ঘটনার পরপরই অনুষ্ঠানের কার্যক্রম বাতিল করা হয় এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে দেশটির অনেক উচ্চপদস্ত কর্মকর্তা জানিয়েছেন, ভারত-পাকিস্তানের এমন অবস্থার মধ্যেই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া সন্দেহজনক। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

এএফপি জানায়, এটি সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা বিমানবাহিনীর সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোর একটি। এর আগে, ২০২০ সালের জানুয়ারিতে হাপুতালে এলাকায় একটি চীনা-নির্মিত ওয়াই-১২ বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছিলেন। আর ২০০০ সালের সেপ্টেম্বরে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জনের প্রাণহানি ঘটে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা হিসেবে চিহ্নিত।

ফুয়াদ

×