ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সমন্বয়কদের ওপর হামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ০৮:৩০, ৮ মে ২০২৫

সমন্বয়কদের ওপর হামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ফেনীতে তিন ছাত্র প্রতিনিধির ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও ফেনী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিতর্কিত কর্মকাণ্ডের জেরে এরইমধ্যে তার সাংগঠনিক পদ স্থগিত করেছে ছাত্রদলের জেলা শাখা।

বুধবার (৭ মে) দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

পুলিশ জানায়, মঙ্গলবার (৬ মে) রাতে ফেনী সদর হাসপাতাল মোড়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ, সাবেক সহ-সমন্বয়ক সালমান হোসেন ও প্রতিনিধি নাদিয়া আক্তার খুশির ওপর অতর্কিত হামলা চালান জিল্লুর ও তার সহযোগীরা। ঘটনার পর বুধবার সকালে ভুক্তভোগীরা ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে জিল্লুরকে গ্রেপ্তার করা হয়।

আহত সালমান হোসেন জানান, হাসপাতাল থেকে রোগী দেখে ফেরার পথে ছাত্রদলের একটি দল তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। তাদের দাবি, হামলার নেতৃত্ব দেন সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা জিল্লুর রহমান।

এ বিষয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেন, “জিল্লুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির খবর প্রকাশের পর তিনি একজন সাংবাদিককে হত্যার হুমকি দেন। এরপরও তার বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন আমরা দেখতে চাই, প্রশাসন এবং কেন্দ্রীয় ছাত্রদল কী ভূমিকা নেয়।”

অভিযোগ অস্বীকার করে জিল্লুর দাবি করেন, “ছাত্র আন্দোলনের অভ্যন্তরীণ মারামারির দায় অযথা আমাদের ওপর চাপানো হচ্ছে।”

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামছুজ্জামান বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ফেনীর একটি স্থানীয় দৈনিকে জিল্লুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর তিনি সংশ্লিষ্ট প্রতিবেদককে ফোনে হত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠে। এর জেরে গত ৪ মে তাকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

আফরোজা

×