
ছবি: জনকণ্ঠ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। ইসলাম সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আমরা পাঁচ দফা প্রস্তাবনা দিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন থাকবো। ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষ ভয় পায় না।
তিনি বলেন, “আমরা মানুষের ভোটাধিকার নিশ্চিত করব। মানুষের বাকস্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হবে।” লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা সংস্কারের কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, “আমরা সৎ লোকের শাসন চাই, আল-কোরআনের আইন চাই।”
শনিবার বিকেল ৩টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ আব্দুস সামাদ স্মৃতি ময়দানে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাবেক এমপি ও কর্ম পরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম। এর আগে সকালে একই ময়দানে জামায়াতে ইসলামীর মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহীদ