ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বিএনপি, জামায়াত, পরিষদ সহ গত ১৬ বছরের মজলুম সকল দল আমাদের বন্ধু, প্রতিযোগিতা হতে পারে, প্রতিহিংসা নয়: মশিউর

প্রকাশিত: ১২:২২, ১২ মে ২০২৫; আপডেট: ১২:২৩, ১২ মে ২০২৫

বিএনপি, জামায়াত, পরিষদ সহ গত ১৬ বছরের মজলুম সকল দল আমাদের বন্ধু, প্রতিযোগিতা হতে পারে, প্রতিহিংসা নয়: মশিউর

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, এনসিপি বিএনপি কিংবা জামায়াতের বিরোধিতা করছে না। তিনি বলেন, “একজন ব্যক্তির বক্তব্যকে আপনারা কেন এনসিপির অবস্থান মনে করছেন, যখন সেই ব্যক্তি আমাদের দলের সঙ্গে যুক্তই নয়?”

তিনি আরও বলেন, “এনসিপি মনে করে, বিএনপি, জামায়াত, গণফোরামসহ গত ১৬ বছরে নিপীড়িত সব রাজনৈতিক দল আমাদের বন্ধু। আমাদের মধ্যে প্রতিযোগিতা হতে পারে, কিন্তু প্রতিহিংসা নয়।”

মশিউরের বক্তব্যে স্পষ্ট, এনসিপি একটি ইতিবাচক রাজনৈতিক সহাবস্থানের পক্ষে এবং বিরোধী দলগুলোর মধ্যে বিভেদ নয়, সহযোগিতার পরিবেশ চায়।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1ALWeopWSD/

মারিয়া

×