
ছবি: সংগৃহীত
পিস লিলি বা শান্তি লিলি—একটি পরিচিত ও সৌন্দর্যময় ঘরোয়া গাছ। তবে অনেকেই অভিযোগ করেন, প্রথম বছর ফুল ফোটানোর পর গাছটি আর নতুন ফুল দিতে চায় না। এতে হতাশ হচ্ছেন অনেকে।
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সমস্যা সমাধানে সার বা পানি নয়, বরং গাছটি ঘরের কোথায় রাখা হচ্ছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত নার্সারি হিক্স নার্সারিজ-এর উদ্ভিদ বিশেষজ্ঞরা জানিয়েছেন, পিস লিলি “밝া, কিন্তু পরোক্ষ আলোতে সবচেয়ে ভালোভাবে ফুল ফোটায়”।
কোন জায়গায় রাখবেন পিস লিলি?
গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ মানুষ ভুল করে পিস লিলি গাছটিকে অন্ধকার করিডোর, জানালাবিহীন রুম বা এমন জায়গায় রাখেন যেখানে সূর্যের আলো পৌঁছায় না। অথচ এই গাছটি মূলত উষ্ণ ও আলোকসজাগ পরিবেশে জন্মানো একটি গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ। ফলে, পর্যাপ্ত আলো না পেলে ফুল ফোটে না।
বিশেষজ্ঞদের পরামর্শ:
উত্তর বা পূর্বমুখী জানালার কাছাকাছি স্থানে রাখুন গাছটি
জানালা থেকে ৫-৮ ফুট দূরত্বে রাখলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়
সরাসরি সূর্যের আলো নয়, বিভক্ত বা ছায়াযুক্ত প্রাকৃতিক আলো সবচেয়ে উপযোগী
যদি গাছটি খুব বেশি অন্ধকার বা সূর্যের আলোর অভাবে থাকে, তবে সেটি কেবল বেঁচে থাকবে, কিন্তু নতুন ফুল দেবে না। বিশেষ করে যারা গাছটিকে ড্রইংরুমের এক কোণে কিংবা জানালাবিহীন বাথরুমে রাখেন, তাদের গাছ সচরাচর ফুল ফোটায় না।
সংক্ষেপে মনে রাখুন:
উজ্জ্বল, পরোক্ষ আলোয় রাখুন
উত্তর বা পূর্বমুখী জানালার পাশে রাখুন
সরাসরি সূর্য নয়, ছায়াময় আলো দিন
ভুল করে অন্ধকার কোণে বা করিডোরে রাখবেন না
এই সাধারণ কিন্তু কার্যকর পরিবর্তনের মাধ্যমে ঘরভর্তি পিস লিলির সাদা, শান্তিময় ফুলে ভরে উঠতে পারে।
ফারুক