ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শে বিশ্বজুড়ে পালিত হচ্ছে নার্স দিবস

প্রকাশিত: ১৫:৫১, ১২ মে ২০২৫

ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শে বিশ্বজুড়ে পালিত হচ্ছে নার্স দিবস

ছবি :সংগৃহীত

আজ ১২ মে, বিশ্ব নার্স দিবস । আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর এই দিনে দিবসটি পালন করা হয়।

১৮২০ সালের এই দিনে জন্ম নেওয়া নাইটিঙ্গেল তার মানবিক সেবার মাধ্যমে নার্সিংকে পরিণত করেছিলেন এক পবিত্র পেশায়।ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল নার্স হওয়া। কিন্তু তখনকার সময়ে নার্সিংকে সম্মানের চোখে দেখা হতো না। এছাড়া তার পিতা-মাতা চাননি ফ্লোরেন্স নার্স হোক। তাই ফ্লোরেন্সকে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য হয়।

তার জীবদ্দশায় তিনি ১৮৫৩ সাল থেকে ১৮৫৪ সাল পর্যন্ত লন্ডনের ‘কেয়ার অব সিক জেন্টলওমেন ইনিস্টিটিউটের’ তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করে গেছেন। ১৮৫৫ সালে তিনি নার্স প্রশিক্ষণের জন্য তহবিল সংগ্রহের জন্য কাজ শুরু করেন। নিরলস প্রচেষ্টায় ১৮৫৯ সালে তিনি নাইটিঙ্গেল ফান্ডের জন্য সংগ্রহ করেন প্রায় ৪৫ হাজার পাউন্ড। পরবর্তী সময়ে তিনি ভারতবর্ষের গ্রামীণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার ওপর গবেষণা চালান। যা ভারতবর্ষে উন্নত স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখে।

বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্সদের অবদানকে সম্মান জানাতেই ১৯৬৫ সাল থেকে আন্তর্জাতিক নার্স দিবস পালন করে আসছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন)। পরবর্তীতে ১৯৭৪ সালে ১২ মে তারিখটিকে আনুষ্ঠানিকভাবে দিবস উদযাপনের জন্য নির্ধারণ করা হয়।

প্রতিবছরই এই দিবস উপলক্ষে আইসিএন একটি বার্ষিক থিম নির্ধারণ করে এবং বিভিন্ন সচেতনতামূলক উপকরণ সরবরাহ করে নার্সদের মাঝে। কিটে সর্বত্র নার্সদের ব্যবহারের জন্য শিক্ষাগত এবং উন্মুক্ত তথ্য উপকরণ রয়েছে।

এবারের (২০২৫) প্রতিপাদ্য বিষয়—“নার্সদের স্বাস্থ্য এবং সুস্থতা”, যা বিশেষভাবে তুলে ধরছে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মানসিক ও শারীরিক সুস্থতার গুরুত্ব। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং নার্সদের নিরলস পরিশ্রম ও মানবিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ দিনটি পালিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

সা/ই

×