
ছবি:সংগৃহীত
রাজশাহীতে আরো বেড়েছে তাপমাত্রার পারদ। রাজশাহীর ওপর দিয়ে বয়ে চলা তীব্র তাপদাহে কদিন ধরেই পুড়ছে নগরজীবন। রোদের তেজ ও গরমের কষাঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছেন নগরের সাধারণ মানুষের জীবনযাপন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবীরা।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বোচ্চ। এর আগে গতকাল শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রবিবার সকাল থেকেই তাপমাত্রা বাড়তে থাকে। সকাল সাড়ে ৯টার দিকে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১০টায় তা বেড়ে দাঁড়ায় ৩৬ দশমিক ৬ ডিগ্রিতে। এরপর বেলা সাড়ে ১১টায় তাপমাত্রা হয় ৩৭ দশমিক ৪ ডিগ্রি, দুপুর ২টায় ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বেলা ৩টায় তাপমাত্রা বেড়ে হয় ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সূর্যতাপে জনজীবনে নেমে এসেছে ত্রাহী অবস্থা। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। তীব্র গরম থেকে সামান্য স্বস্তি পেতে নগরের বিভিন্ন প্রান্তে মানুষ আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। কেউ প্রাণ জুড়াচ্ছেন আখের শরবত, লেবুর রস বা ঠান্ডা পানীয় পান করে। তবে তাতেও মিলছে না পরিত্রাণ।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই।
আলীম