ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

রায়গঞ্জে বিএনপি নেতার উপর হামলা, মোটরসাইকেল অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।।

প্রকাশিত: ০৮:৫০, ৮ মে ২০২৫

রায়গঞ্জে বিএনপি নেতার উপর হামলা, মোটরসাইকেল অগ্নিসংযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক এক নেতার উপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, বুধবার (০৭ মে) রাত ১০টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তুষার তালুকদার ভৃইয়াগাতি বাজার হতে তার নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি দেওভোগ বাজার এলাকায় গেলে ৫/৭ জন অজ্ঞাত মুখোশধারী সন্ত্রাসী কায়দায় তুষার তালুকদারকে মারধর করে এবং তার পুরাতন ব্যবহৃত মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তুষার তালুকদারকে আহত অবস্থায় উদ্ধার করে।

আহত তুষার তালুকদার জানান, আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। কিন্তু রাস্তায় চলমান লোকজন থাকায় তারা ব্যর্থ হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি সামসুল ইসলাম। এ ঘটনায় দ্রুত সন্ত্রাসীদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

রায়গঞ্জ থানার ওসি (তদন্ত) জানান, রাতে ঘটনা সব পরিদর্শন করা হয়েছে। আসামিদের শনাক্তের কাজ চলছে। দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আফরোজা

×