
মাদারীপুরের ডাসারে মো. জহিরুল ইসলাম (২৯) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে এক গৃহবধুর খাটের নিচ থেকে উদ্ধার করেছেন তার স্বামী। এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। জহিরুল ইসলাম ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করে আসছেন। আজ বুধবার (৭ মে) বিকেলে ওই ছাত্রলীগ নেতার ভিডিও ভাইরালের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন একাধিক ফেসবুক ব্যবহারকারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম পরকীয়া প্রেমের সম্পর্কের সূত্র ধরে সম্প্রতি এক গৃহবধূর বসতঘরে প্রবেশ করেন। এই ঘটনা জানতে পেরে ওই গৃহবধূর স্বামী বাড়িতে এলে ছাত্রলীগ নেতা জহিরুল খাটের নিচে লুকিয়ে পড়েন। পরে ওই গৃহবধূর স্বামী তাকে খাটের নিচ থেকে টেনে বের করেন এবং ঘটনাটি ভিডিও করে রাখেন। পরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার পরকীয়ার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ছাত্রলীগ নেতাকে এক গৃহবধুর খাটের নিচ থেকে বের করছেন তার স্বামী।
অভিযুক্ত জহিরুল ইসলাম বলেন, আমার এক কলিগের ইনভাইটেশনে ওই গৃহবধূর ঘরে দাওয়াত খেতে গিয়েছিলাম। সেখানে আমি হ্যারেজমেন্টের শিকার হয়েছিলাম। তবে খাটের নিচে কেনো লুকিয়েছিলেন? এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি ওই ছাত্রলীগ নেতা।
রিফাত