
কিয়ারা আদবানি
কেবল শাহরুখ খান নন, এবারের মেট গালায় অভিষেক হলো ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদবানিরও। নিউইয়র্ক শহরের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে নজরকাড়া লুকে ধরা দেন শেরশাহ অভিনেত্রী। কালো সোনালি পোশাকের সঙ্গে কিয়ারার রূপে ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি। কিয়ারার মেট গালার এই পোশাকেও ছিল আসন্ন সন্তানের আগমন বার্তার ছোঁয়া। এই প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় বিশ্বমানের এই ফ্যাশন ইভেন্টে যোগ দিয়ে নতুন রেকর্ড গড়লেন। ভারতীয় সুন্দরীরা সেই কবে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন। ২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্ট এদেশে চর্চার বিষয় হয়ে দাঁড়ালেও পরবর্তীতে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার রেড কার্পেটে নজর কেড়েছেন। তবে ‘দেশী’ নায়িকাদের তালিকায় কিয়ারা আদবানিই নতুন রেকর্ড গড়লেন।
মেট গালায় এদিন কিয়ারা আদবানি যে পোশাক পরেছিলেন সেটা গৌরব গুপ্তা ডিজাইন করেছেন। কিয়ারা এই পোশাকটি কালো এবং সোনালি রঙের মিশেলে তৈরি করা হয়েছে, সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেওয়া একটি টেল।
কিয়ারার সাজপোশাকে ফুটে উঠল ভারতীয় আভিজাত্যের সঙ্গে পশ্চিমী সংস্কৃতির মেলবন্ধন। বলিউড মাধ্যম সূত্রে খবর, নারীত্বের উদযাপনের জন্যই গৌরব তার জন্য বিশেষ পোশাক ডিজাইন করেছেন। কালো পোশাকে সোনালি রঙের জড়িতে ফুটিয়ে তোলা হয়েছে মা এবং শিশুর নাড়ির টানের কথা। আর এই পোশাকের মাধ্যমেই প্রয়াত ফ্যাশন আইকন আন্দ্রেঁ লিও তালেকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন গৌরব গুপ্তা এবং কিয়ারা আদবানি। হবু মা কিয়ারার মেড গালা ডেবিউতে খুশি ক্যাটরিনা কাইফও। যদিও তার পোশাকের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের ৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যাল লুকের সাযুজ্য খুঁজে পেয়েছেন ফ্যাশন পুলিশরা। সেই বিষয়েও চর্চার অন্ত নেই নেটপাড়ায়।
এবার কিয়ারা আদবানি ছাড়াও অভিষেক হল শাহরুখ খান এবং দিলজিৎ দোসাঁঝের। কিয়ারা আদবানির সঙ্গে নিউ ইয়র্কে বর্তমানে রয়েছেন তার বেটার হাফ সিদ্ধার্থ মালহোত্রাও। তিনি অংশ না নিলেও, গর্ভবতী স্ত্রীকে এই সময় মোটেই একা ছাড়েননি তিনি। তাকে সঙ্গ দেওয়ার জন্য, আগলে রাখার জন্য বর্তমানে তিনিও মার্কিন মুলুকে। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কিছু মাস আগেই কিয়ারা এবং সিদ্ধার্থ যৌথ ভাবে জানিয়েছেন যে তাদের সন্তান আসছে। ২০২৩ সালে গাঁটছড়া বাঁধেন শেরশাহ ছবির অনস্ক্রিন জুটি। কিয়ারাকে আগামীতে ডন ৩ ছবিতে দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু সন্তান আসার কারণে সেই ছবি থেকে সরে গিয়েছেন। তবে তিনি সদ্যই ওয়ার ২ ছবির শ্যূটিং শেষ করেছেন। সেখানে তার সঙ্গে থাকবেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর।
প্যানেল