
ছবিঃ সংগৃহীত
মেট গালা ২০২৫-এ বলিউডের বাদশা শাহরুখ খান যখন লাল গালিচায় পা রাখলেন, চারপাশ ঝলসে উঠলো ক্যামেরার ফ্ল্যাশে। কিন্তু তখনই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা! এক বিদেশী সাংবাদিক তাকে চিনতেই পারলেন না! জিজ্ঞেস করে বসলেন, ‘May I know your name?’ এই দৃশ্যের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
স্টার নাইটের এক প্রতিবেদন অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী শাহরুখ খান নিজের চিরচেনা ভদ্র ব্যবহার বজায় রেখে হেসে নিজের নাম বললেন এবং নিজেকে পরিচয় দিলেন।
তবে এরপর তাঁর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে—অনেকে মনে করেন, এতবড় তারকাকে না চেনা “অজ্ঞতা”, আবার অনেকেই বলেন, এটা হতে পারে এক সহজ ভুল।
তবে প্রশ্ন উঠছে, মেট গালার মতো আন্তর্জাতিক আসরে শাহরুখ খান কতটা গুরুত্ব পাচ্ছেন? নাকি আয়োজনকারীদের পক্ষ থেকে যথাযথ প্রস্তুতির অভাব ছিল? এদিকে, ভক্তরা বলছেন—একজন বিদেশি সাংবাদিক চিনুক বা না চিনুক, শাহরুখ তো বিশ্বতারকা হয়েই থাকবেন!’
তবে এখানেই শেষ নয়, ভোগ ম্যাগাজিনের ইন্টারভিউয়ের সময়ও সাংবাদিক তাকে চিনতে পারছিলেন না। পরে বাধ্য হয়ে ডিজাইনার সভ্যসাচীকে বোঝাতে হয়েছে শাহরুখের স্টারডোম। অন্যদিকে এই ম্যাগাজিনের অফিশিয়াল কভার ভিডিও’র জন্য শাহরুখ স্ক্রিন টাইম পেয়েছিল মাত্র ৩ সেকেণ্ড, যেখানে কিয়ারা পেয়েছিল পুরো একটি স্লট।
এ কারণেই প্রশ্নও উঠেছে মেট গালাতে গিয়ে কি ভুল করলেন শাহরুখ? আবার অনেকে বলছেন, শাহরুখের বিনয়ই তাকে আলাদা করে তোলে।
এদিকে ভিডিওটি ইতিমধ্যেই মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে এবং নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শাহরুখের সেই হাসিমুখে পরিচয় দেওয়ার মুহূর্তটি।
সূত্রঃ https://www.facebook.com/share/v/14xFZJXGAse/
আরশি