
ছবি : জনকন্ঠ
কুয়াকাটায় ব্লু-বার্ড নামের আবাসিক হোটেল কক্ষে পর্যটককে আটকে রেখে মারধর টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ঘটনায় কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ বেল্লাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার জেলা যুবদলের উপ দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এর আগে সোমবার দিবাগত মধ্যরাতে কুয়াকাটায় আবাসিক হোটেল ব্লু বার্ডে পর্যটক তুহিন কে আটকে রেখে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া হয়। তাকে কক্ষে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেন। ঘটনায় জড়িত যুবদল নেতা বেল্লালসহ ৩ জনকে আটক করে পুলিশ। ভুক্তভোগী তুহিন এ ঘটনায় মহিপুর থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।
পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন গণমাধ্যম ক বলেন, ‘বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একটি সুন্দর বাংলাদেশ বির্নিমানে আমরা বদ্ধপরিকর। যুবদলে কোনো দুষ্কৃতিকারীর স্থান হবে না। দলের শৃঙ্খলা বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আঁখি