
ছবি: সংগৃহীত।
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যা দাবি করা হচ্ছে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর অংশ হিসেবে পাকিস্তানে চালানো হামলার দৃশ্য। তবে ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ‘রিউমর স্ক্যানার’ নিশ্চিত করেছে, ভিডিওটি প্রকৃতপক্ষে ভারত-পাকিস্তান সংঘাতের নয়; এটি ইরান কর্তৃক ইসরায়েলের হেরজলিয়ায় চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য।
স্থানীয় সময় মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের অন্তত নয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে ভারত, এমন দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 'অপারেশন সিন্দুর' নামের এ অভিযানের লক্ষ্য ছিল গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর চালানো হামলার প্রতিশোধ নেওয়া।
পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ হামলার প্রতিক্রিয়ায় তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়া দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ভারত সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে।
তবে পুরো ঘটনার পটভূমিতে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। রিউমর স্ক্যানার জানিয়েছে, ভাইরাল হওয়া দৃশ্যটি মূলত ২০২৩ সালের অক্টোবরে ইরানের একটি পাল্টা হামলার ভিডিও, যেখানে তারা ইসরায়েলের হেরজলিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
নুসরাত