ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

১০টি বিমান ভূপাতিত করতে পারতো সেনারা, কিন্তু তারা সংযম দেখিয়েছে: শেহবাজ শরীফ

প্রকাশিত: ০৭:৩৫, ৮ মে ২০২৫; আপডেট: ০৭:৩৫, ৮ মে ২০২৫

১০টি বিমান ভূপাতিত করতে পারতো সেনারা, কিন্তু তারা সংযম দেখিয়েছে: শেহবাজ শরীফ

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতীয় আক্রমণের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির প্রশংসা করেছেন। বুধবার পাকিস্তানের পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি বলেন, পাকিস্তান চাইলে ভারতের পাঁচটি যুদ্ধ বিমানের পরিবর্তে অন্তত ১০টি বিমান ভূপাতিত করতে পারতো। তবে, দেশটির সেনাবাহিনী সংযত আচরণ প্রদর্শন করেছে।

শেহবাজ শরীফ আরও বলেন, ভারতীয় বিমান পাকিস্তানে আক্রমণ করবে এমন খবর তাদের কাছে আগে থেকেই ছিল। এই পরিস্থিতি মোকাবেলা করতে পাকিস্তানি সেনারা ২৪ ঘণ্টার মধ্যে প্রস্তুত ছিল। শত্রু বিমানের উড়াল দেয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তান বিমান বাহিনী প্রস্তুত ছিল সেগুলো সমুদ্রে নিক্ষেপ করার জন্য। সেনাবাহিনীর এই কর্মতৎপরতার জন্য তিনি তাদের প্রশংসা করেন এবং বলেন, সেনারা দিন-রাত একে অপরের সাথে পরামর্শ করেছে।

তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তান বিমান বাহিনী পাঁচটি বিমানের পরিবর্তে কমপক্ষে ১০টি ভারতীয় বিমান ভূপাতিত করতে পারতো, তবে তারা সংযম প্রদর্শন করেছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/y32VwYWCfTo?si=ueyc0pLbfOHu02c6

মারিয়া

×