
ছবি: জনকণ্ঠ
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে রওশন শফিক ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে টিউশন ফি এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ মে) সকালে জোরারগঞ্জের আলহাজ্ব বদিউল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোরারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোরারগঞ্জ আইডিয়াল একাডেমি এবং জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে টিউশন ফি ছাড়াও জুতা, খাতা, কলম, পেন্সিল, শার্পনার এবং ইরেজারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রওশন শফিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী (নসু), কো-অর্ডিনেটর আমিনুর রহমান চৌধুরী (মামুন), সদস্য জিয়াউর রহমান চৌধুরী, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল কুমার নাথ, জোরারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ইয়াসমিন, বদিউল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী উম্মে নাহার এবং জোরারগঞ্জ আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক আছাদুল হক চৌধুরী, জামায়াত মীরসরাই শাখার আমীর মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ আইডিয়াল একাডেমির সিনিয়র শিক্ষক উত্তম কুমার ভৌমিক, গ্লোবাল টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি রাজিব মজুমদার, সিপ্লাস টিভির প্রতিনিধি বাবলু দে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রওশন শফিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী বলেন, '২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি ষষ্ঠবারের মতো শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম। আমাদের উদ্দেশ্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের পড়াশোনার প্রতি উৎসাহিত করা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।'
কো-অর্ডিনেটর আমিনুর রহমান চৌধুরী বলেন, 'শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা উপকরণ প্রদানের পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।' ফাউন্ডেশনের এই কার্যক্রমে শিক্ষার্থী ও অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও জোরালোভাবে পরিচালনার আহ্বান জানান।
শহীদ