
ছবি: জনকন্ঠ
গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে অভিমান করে ঘর ছেড়ে আসা আট বছরের এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী নগর পুলিশ। রোহান হোসেন নূর নামের এ শিশুকে রাজশাহীর পবা থানার বড়গাছি বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শিশুকে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিশু নূরের বাবা মামুন হোসেন ও মা রুকছানা।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে রাজশাহীর বড়গাছি বাজার এলাকায় এক ব্যক্তি শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান। তার নাম-ঠিকানা জিজ্ঞেস করলে সে তা জানাতে পারেনি। পরে স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে পবা থানায় দায়িত্বরত অফিসারের কাছে হস্তান্তর করেন। এরপর পবা থানার ওসি মনিরুল ইসলাম শিশুটির সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে তার নাম, পিতামাতার নাম একটি মোবাইল নম্বর জানতে সক্ষম হন। শিশুটি জানায়, সে তার বাবার উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে চলে এসেছে।
শিশু নূরের দেওয়া তথ্যানুযায়ী তার মায়ের মোবাইল নম্বরে যোগাযোগ করা হয় এবং আংশিক ঠিকানা ধরে জয়দেবপুর থানার সহযোগিতায় শিশুটির সঠিক ঠিকানা শনাক্ত করা হয়।
বুধবার দুপুরে শিশুটির পিতামাতার পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে শিশুটিকে তাদের জিম্মায় প্রদান করা হয়। শিশু নূরকে পেয়ে পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন।
মামুন/রবিউল