ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বরবাদের নির্মাতাই অহনার সেই প্রাক্তন- জানালেন শামীম

প্রকাশিত: ১৮:৫৮, ৭ মে ২০২৫

বরবাদের নির্মাতাই অহনার সেই প্রাক্তন- জানালেন শামীম

ছবিঃ সংগৃহীত

শুরুটা মডেলিং দিয়ে হলেও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। তবে তার ব্যক্তি জীবনে রয়েছে সম্পর্ক, বন্ধুত্ব, প্রেম নিয়ে নানা হতাশা। নানা সময় সাক্ষাৎকারে প্রেম নিয়ে নানা তিক্ত অভিজ্ঞতার কথাও বলেছেন তিনি। তবে প্রাক্তনের নাম কখনো মুখে আনেননি। তবে এবার জানা গেল। তার সেই প্রাক্তন প্রেমিক আর কেউ নন বরং গত ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা বরবাদের নির্মাতা মেহেদি হাসান হৃদয়।

তবে এ নাম জানা গিয়েছে অহনার সহকর্মী ও অভিনেতা শামীম হাসান সরকারের কাছ থেকে। গতকাল থেকেই এই অভিনেতার সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি জানান, সেই ব্যক্তি তিনি নন।

শামীম হাসান সরকার বলেন, ‘ফেইসবুকে কাট করা অনেক ভিডিও দেখা যায় অহনার। সবাই জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কি না! সে আমিও চিনি। আমি না। তার নাম মেহেদি হাসান হৃদয়, বরবাদের ডিরেক্টর।’

এ সম্পর্কে তিনি আরও বলেন, ‘সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে ‘প্রাক্তন একটা জানো...য়া...র’- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে। আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক।’

এরপর শামীম বলেন, ‘অহনা তো নামটা বলতে পারেনাই, ওটা মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি অহনার সাথে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) সাথে সম্পর্কে ছিল। আমার এ কারণেই ওর সাথে (অহনা) সম্পর্ক টেকে নাই।’

 

আরশি

×