ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

এক্সপ্রেসওয়ে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টার সাথে জড়িত ৫ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ১৯:২৩, ৭ মে ২০২৫

এক্সপ্রেসওয়ে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টার সাথে জড়িত ৫ ডাকাত গ্রেফতার

ছবি: জনকণ্ঠ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যারিকেড দিয়ে প্রাইভেট কারে ডাকাতির চেষ্টার সঙ্গে জড়িত ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছেনদা ও ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়।

এর আগে, এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশের নজরে আসে এবং পরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাত ২টার দিকে শ্রীনগরের ওমপাড়ায় এই ঘটনা ঘটে। প্রাইভেট কারটি যখন ঘটনাস্থলে পৌঁছে, তখন রাস্তায় ওঁত পেতে থাকা ডাকাতরা বড় রামদা নিয়ে গাড়িটির দিকে এগিয়ে আসে। তবে চালক সাহসিকতা ও দক্ষতার সঙ্গে গাড়ি চালিয়ে দ্রুত সরে যেতে সক্ষম হন, ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান। এসময় হাফপ্যান্ট পরিহিত ডাকাতদের মধ্যে একজন গাড়ির দিকে একটি রামদা ছুঁড়ে মারেন। পুরো ঘটনাটি গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় রেকর্ড হয় এবং পরে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, গ্রেফতারকৃতরা এর আগেও ওই এলাকায় স্বর্ণালঙ্কার ও লাইসেন্সকৃত অস্ত্র লুটের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের নাম মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাঈল সরদার (৩৮), মো. রমজান বেপারী (২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)। পাঁচজনেরই স্থায়ী ঠিকানা পটুয়াখালী ও মাদারীপুর জেলায় হলেও তারা বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ জানিয়েছে, এই চক্রের আরও সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এম.কে.

×