ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে ভারতীয় যুদ্ধবিমানের জানাজা! যা জানা গেলো

প্রকাশিত: ১৮:৩১, ৭ মে ২০২৫

পাকিস্তানে ভারতীয় যুদ্ধবিমানের জানাজা! যা জানা গেলো

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় একটি যুদ্ধবিমান আকাশে ধোঁয়া ছড়িয়ে ভূপাতিত হচ্ছে এবং পরে স্থানীয়রা এর 'জানাজা' দিচ্ছে। দাবি করা হয়, এটি গত এপ্রিল মাসে পাকিস্তান আকাশসীমায় ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দৃশ্য এবং পরে নিহত ভারতীয় পাইলটের 'জানাজা'। কিন্তু তদন্তে দেখা গেছে, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া প্রেক্ষাপটে প্রচারিত হয়েছে।

ফ্যাক্ট-চেকার এবং স্বাধীন মিডিয়া পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে, ভিডিওটি আসলে ২০২১ সালের একটি ঘটনা — যেখানে পাকিস্তান এয়ার ফোর্সের একটি প্রশিক্ষণ বিমান খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিধ্বস্ত হয়। পাইলট এবং সহকারী পাইলট এতে নিহত হন। ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় জনগণ নিহত পাইলটদের জানাজা পড়ছে।

২০২৫ সালের এপ্রিল মাসে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে এই পুরোনো ভিডিওটি নতুনভাবে এডিট করে প্রচার করা হয়। উদ্দেশ্য ছিল রাজনৈতিক প্রোপাগান্ডা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি।

ফারুক

আরো পড়ুন  

×