ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

শ্রমিক সংকটে ইউরোপ, বাংলাদেশ পাচ্ছে বৈধ কাজের নতুন পথ!

প্রকাশিত: ১২:৪৯, ৬ মে ২০২৫

শ্রমিক সংকটে ইউরোপ, বাংলাদেশ পাচ্ছে বৈধ কাজের নতুন পথ!

ছবি : সংগৃহীত

ইউরোপের শিল্প সমৃদ্ধ দেশ ইতালি বহু বছর ধরেই শ্রমিক সংকটে ভুগছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, 2025 সালের শুরুতে ইতালির কর্মক্ষম জনসংখ্যা যেখানে ৩ কোটি ৭৩ লাখ থাকবে, তা ২০৩৫ সালের মধ্যে নেমে আসবে ৩ কোটি ৪৪ লাখে। এর ফলে জিডিপি হ্রাস পাওয়ার পাশাপাশি উৎপাদনশীলতায়ও মারাত্মক প্রভাব পড়বে। তরুণ কর্মী সংকটে প্রতিষ্ঠানগুলোকে চরম বিপদের মুখে পড়তে হতে পারে।

 

 

চার্টার গ্লোবাল ইনভেস্টমেন্ট এনালিস্ট (CGEA) জানায়, বিদেশি শ্রমিকের উপর নির্ভরতা বাড়ালেও এই সংকট সহজে কাটবে না। ফলে ইতালির জাতীয় অর্থনীতিতে স্থবীরতা দেখা দিতে পারে।

তবে এই সংকটকে সম্ভাবনা হিসেবে দেখছেন ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা। তাদের মতে, বৈধপথে দক্ষ শ্রমিক পাঠানো গেলে বাংলাদেশের মানুষ ইতালির অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে। ইতালিতে বাংলাদেশি শ্রমিকদের ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। সেই সাথে বর্তমান বাংলাদেশ সরকারও শ্রমিক পাঠানোর সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইতালির সঙ্গে উদ্যোগ গ্রহণ করেছে।

 

 

বাংলাদেশি কমিউনিটির নেতারা আরও মনে করেন, দুই দেশের সরকার যদি যৌথভাবে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে, তাহলে বাংলাদেশিদের জন্য বিশাল সুযোগ তৈরি হবে। একদিকে ইতালির জনসংখ্যা হ্রাস পাচ্ছে, অন্যদিকে দক্ষ কর্মী প্রয়োজন, এই প্রেক্ষাপটে বাংলাদেশিদের কর্মসংস্থান সম্ভাবনা অনেক বেড়ে গেছে।

উল্লেখ্য, ইতালি সরকার ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার জন্য আইন অনুমোদন করেছে। এতে বাংলাদেশি শ্রমিকদের জন্য বৈধভাবে ইতালিতে প্রবেশ ও কাজের সুযোগ আরও বিস্তৃত হয়েছে।

আঁখি

×