
ছবি: দৈনিক জনকন্ঠ
নাটোর শহরের কানাইখালী এলাকায় ওয়ালটন কোম্পানির একটি শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৫ টার দিকে শহরের কানাইখালী এলাকায় ওয়ালটন প্লাজার শোরুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নাটোর ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন মাস্টার আখতার হামিদ।
ওয়ালটন শোরুমের ম্যানেজার দেওয়ান শাহ আলম জানান, ভোরে শোরুমের ভিতর ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া স্থানীয়দের সহযোগিতায় শোরুম থেকে মালামাল বের করে আনার চেষ্টা করা হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ক্ষয় ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারেও বলে জানান তিনি।
নাটোর ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন মাস্টার আখতার হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
মিরাজ খান