ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মধুপুরে বর্ণমেলা ভাষার খেলা অনুষ্ঠিত

হাফিজুর রহমান, নিজস্ব সংবাদদাতা, মধুপুর, টাঙ্গাইল:

প্রকাশিত: ১৩:৩১, ৬ মে ২০২৫

মধুপুরে বর্ণমেলা ভাষার খেলা অনুষ্ঠিত

“যুক্তবর্ণ মুক্ত করি-নতুন নতুন শব্দ করি” এই প্রতিপাদ্যে টাঙ্গাইলের মধুপুরের দিগরবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণমেলা ভাষার খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণে স্থায়ী মঞ্চের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে বেলুন ফাটিয়ে উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য দেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব-আল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইনস্ট্রাকটর জবানুর রাব্বী, দিগরবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেকুল ইসলাম প্রমুখ।

এ সময় ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ইমরান হোসেন, জাহিদুল কবীর, আলকামা শিকদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার, রোকসানা খাতুন, রাজিয়া সুলতানা, রুনা ও উম্মে সালমা, অভিভাবক আব্দুস সাত্তারসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

বর্ণমেলায় শিক্ষার্থীরা তাদের লব্ধ জ্ঞান বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তুলে ধরে। সৌরজগৎ, শব্দ গঠন পদ্ধতি, সংযুক্ত শব্দ মুক্তকরণ এবং প্রতিটি অক্ষর দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করাসহ শিক্ষার্থীরা তাদের সুন্দর সুন্দর কার্যক্রম উপস্থাপন করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বর্ণমেলা অনুষ্ঠানের মাধ্যমে যে পাঠদান করানোর কৌশল শিক্ষকরা অবলম্বন করছে, এতে করে শিক্ষার্থীদের লেখাপড়ার মান বাড়বে বলে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধানের সহজ নানা দিক তুলে ধরে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

আফরোজা

×