ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বিদেশি সিনেমায় ট্রাম্পের ১০০% কর, অবশেষে মুখ খুললেন আরিফিন শুভ

প্রকাশিত: ১৬:৪৯, ৬ মে ২০২৫

বিদেশি সিনেমায় ট্রাম্পের ১০০% কর, অবশেষে মুখ খুললেন আরিফিন শুভ

ছবি: সংগৃহীত

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন দেশের আমদানি পণ্যে বড় অংকের করারোপ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের করের থাবায় পড়লো বাংলাদেশ সহ বিদেশী সকল সিনেমা।

৪ মে ট্রাম্প বিদেশী সিনেমার উপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। হলিউড সিনেমাকে আবারো পুরনো রাজত্ব ফিরিয়ে দিতেই নাকি ট্রাম্পের এই উদ্যোগ।

মুজিব ছবিতে অভিনয়ের জন্য চিত্রনায়ক আরিফিন শুভকে নিয়ে রাজনৈতিক পট পরিবর্তনে নানান আলোচনা হয়েছে। ঢাকার পূর্বাচলে আওয়ামী শাসনামলে পাওয়া ১০ কাঠা জমির বরাদ্দ বাতিল হয়। এরপর থেকে শুভকে বাংলাদেশের কোন ছবিতে অভিনয়ের খবরে পাওয়া যায়নি। হঠাৎ করে জানা যায় হিন্দি ওয়েব সিরিজের শুটিংয়ে ভারতে আছেন তিনি।

এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর শুভকে সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলতে দেখা যায়নি। সম্প্রতি ভারতের বাংলা সংবাদ মাধ্যম আনন্দবাজারে একটি সাক্ষাৎকার দিয়েছেন আরিফিন শুভ। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন সচেতনভাবে তিনি অরাজনৈতিক একজন মানুষ। অভিনয় ছাড়া কিছুই করেন না।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=lt-DxOW8j1o

আবীর

×