ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কুয়াকাটায় পর্যটককে আটকে মারধর, ছিনতাই: যুবদল নেতাসহ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২০:১৩, ৬ মে ২০২৫

কুয়াকাটায় পর্যটককে আটকে মারধর, ছিনতাই: যুবদল নেতাসহ গ্রেফতার ৩

ছবি: জনকণ্ঠ

মঙ্গলবার (৬ মে) কুয়াকাটায় ব্লুবার্ড নামের আবাসিক হোটেলের কক্ষে পর্যটককে আটকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহিপুর থানা পুলিশ কুয়াকাটা পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবদল সভাপতি ওই হোটেলের ভাড়াটে মালিক বেল্লাল হোসেন (৪৫), তার সহযোগী রিয়াজ (২৪), শকিলকে (২৪) গ্রেফতার করেছে।

মঙ্গলবার সকালে তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পর্যটক তুহিন মহিপুর থানায় একটি মামলা করেছেন। পর্যটক তুহিন ঢাকার মিরপুরের শেওড়াপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুস সোবহান। মামলার অপর আসামি ইউসুফ হাওলাদার পলাতক রয়েছে।


জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে কুয়াকাটার হোটেল ব্লুবার্ডে পর্যটক তুহিনকে আটকে রেখে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই করে নেয় হোটেল কর্তৃপক্ষসহ আসামিরা। তারা আরও দুই লাখ টাকা চাঁদার দাবিতে ১০২ কক্ষে তালাবদ্ধ করে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়। আটক পর্যটক তুহিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করেন। এরপর মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে পর্যটক তুহিনকে উদ্ধার করে।


ভুক্তভোগী তুহিন জানান, ৪ দিন আগে তিনি কুয়াকাটার ওই হোটেলে উঠেন। এক হাজার টাকা ভাড়া চুক্তিতে ৪ দিন অবস্থান করছেন। তবে হোটেল কর্তৃপক্ষ বেল্লাল হোসেন ও তার সহযোগীরা তার কাছে ৪ দিনে ১২ হাজার টাকা দাবি করেন। ওই টাকা না দেওয়ায় আসামিরা তাকে হোটেলকক্ষে আটকে মারধর করেন। সাথে থাকা ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপরে আরো দুই লাখ টাকার দাবিতে তাকে হোটেলে আটকে বিদ্যুৎ লাইন বাইরে থেকে বন্ধ করে দেয়। পরে তিনি জরুরি সেবা ৯৯৯ কল করে সাহায্য চাইলে মহিপুর থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউসুফ হাওলাদার পালিয়ে যায়।

 

অভিযোগ রয়েছে, কুয়াকাটা পৌরসভার ওয়ার্ড যুবদল সভাপতি বেল্লালসহ কয়েকজন মিলে হোটেলটি ভাড়ায় নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। তারা অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় লেনদেন সংক্রান্ত জটিলতায় এমন ঘটনা হয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। 


মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘জাতীয় জরুরি সেবার ৯৯৯ এর কলের মাধ্যমে জানতে পারি কুয়াকাটার ব্লুবার্ড হোটেল একজন পর্যটককে মারধর করে আটকে রাখা হয়েছে। পুলিশ পাঠিয়ে হোটেলের ১০২ নম্বর রুম থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে থেকে তিন জনকে আটক করে। এ বিষয়ে মহিপুর থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’


কুয়াকাটা পৌর যুবদল সভাপতি সৈয়দ মোঃ ফারুক বলেন, ব্যক্তির কোনো দায় দল নিবে না। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মেজবাহউদ্দিন/রবিউল

×