ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ভিডিও কলে নীলাকে ব্যাটিং শেখালেন স্বামী

প্রকাশিত: ০০:১৬, ৭ মে ২০২৫

ভিডিও কলে নীলাকে ব্যাটিং শেখালেন স্বামী

ছবিঃ সংগৃহীত

শাম্মী ইসলাম নীলা ২০২৪ সালের ২৮ জানুয়ারি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩ খেতাব অর্জন করেন। এই প্রতিযোগিতায় তিনি ১০ জন প্রতিযোগীকে পরাজিত করে বিজয়ী হন। এরপর, তিনি ২০২৪ সালের মার্চে ভারতে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০২৪ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

প্রথমবারের মতো সেলিব্রিটি ক্রিকেট লিগের (CCL) চলমান আসরে অনেক সেলিব্রেটিদের পাশাপাশি খেলছেন মিস ওয়ার্ল্ড খ্যাত শাম্মী ইসলাম নীলা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অভিনেত্রী শাম্মী ইসলাম নীলা খেলার ফাঁকে তার ব্যাটিং দক্ষতা উন্নত করতে ভিডিও কলে স্বামীর সহায়তা নিয়েছেন বলে জানান গণমাধ্যমকে।

সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশগ্রহণকারী তারকারা মাঠে যেমন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তেমনি তাদের ব্যক্তিগত জীবন ও প্রস্তুতির গল্পগুলোও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নীলার এই ভিডিও কলে প্রশিক্ষণের ঘটনা তারই একটি উদাহরণ।

নীলা বলেন, ‘ভিডিও কলে ব্যাটিং শিখেছি স্বামীর কাছ থেকে। সে যেহেতু দেশে নেই, তাই ভিডিও কলে আমাকে শিখিয়েছে কীভাবে ব্যাটিং করতে হয়।’

তার স্বামীর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘একটা পার্টনার কতখানি সহযোগিতাপূর্ণ হলে এটা করতে পারে একবার ভাবুন। দেশে নেই তাও আমাকে সাহায্য করেছে। আর যদি আমার সাথে মাঠে থাকতো, তাহলে আরও বেশি সাপোর্ট করত। আলহামদুলিল্লাহ।’

এই রকম ব্যতিক্রমী মুহূর্তগুলো সেলিব্রিটি ক্রিকেট লিগকে আরও আকর্ষণীয় করে তুলছে। দর্শকরা এখন শুধু খেলা নয়, তারকাদের ব্যক্তিগত প্রস্তুতি ও অভিজ্ঞতাও উপভোগ করছেন।

সূত্রঃ https://www.facebook.com/share/r/1Fc6CyttjF/

 

আরশি

×