
ছবি: সংগৃহীত
রাজনীতিকে ঘিরে সামাজিক বাস্তবতাকে ব্যঙ্গ ও হাস্যরসের মোড়কে তুলে ধরে ভাইরাল হয়েছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির নতুন ভিডিও ‘পার্টি অফিস’। তরুণ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান ও খাইরুল ইসলাম জিসান নির্মিত এই ভিডিওটিতে দেখা যায় সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক নেতা ফজল ভাইয়ের নাটকীয় উত্থান।
সাদা পাঞ্জাবি আর নীল কোট পরে শহরের রাজপথে নেতার ভঙ্গিতে হেঁটে আসছেন ফজল ভাই, সঙ্গে আছেন তাঁর অনুসারীরা। মুখে মুখে স্লোগান— “আমার দলে নেতা ভরা, কেউ দুর্নীতি করে না”— ঘোষণা দিচ্ছে নতুন এক রাজনৈতিক দলের আগমনের। ব্যবসায় একের পর এক ক্ষতির মুখ দেখে অবশেষে ফজল ভাই বুঝেছেন, সবচেয়ে লাভজনক ব্যবসা এখন রাজনীতি। তাই এবার নিজেই গড়ে তুলেছেন নিজস্ব রাজনৈতিক দল এবং নিজেই হয়েছেন দলের প্রেসিডেন্ট।
ভিডিওতে একে একে উঠে আসে দল গঠনের গল্প, প্রতীক খোঁজা, প্রেসিডেন্ট হওয়ার লড়াই এবং রাজনৈতিক উচ্চাভিলাসের নানা ব্যঙ্গাত্মক উপস্থাপনা। এই রম্যধর্মী কনটেন্টে তুলে ধরা হয়েছে বাস্তবতাকে— বর্তমান বাংলাদেশে রাজনৈতিক দল গঠনের হিড়িক ও তার পেছনের উদ্দেশ্য। আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ৬৫টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন করেছে, যার অনেকগুলোরই নেই কার্যকর কমিটি বা অফিস, এমনকি সাইনবোর্ডও দেখা যায় না।
রাকিব-জিসান জুটি মনে করেন, সুস্থ ধারার বিনোদন কেবল আনন্দই নয়, হতে পারে সামাজিক পরিবর্তনের হাতিয়ার। তাই তারা সামাজিক অসঙ্গতি দূর করতে মানুষকে সচেতন করার লক্ষ্যে নির্মাণ করছেন এমন কনটেন্ট যা একদিকে যেমন হাসায়, অন্যদিকে সমাজের বিষাক্ত বাস্তবতাও চোখে আঙুল দিয়ে দেখায়।
ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত এই ব্যতিক্রমধর্মী ভিডিও ইতোমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভাইরালের এই যুগে যেখানে ভালো মানুষ ভাইরাল হয় না, সেখানে হাস্যরসের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে রাকিব-জিসানের ‘পার্টি অফিস’।
ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=npfwo72Uylk
এম.কে.